ইরানে আরও জোরালো হামলার হুমকি ইসরায়েলের - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

ইরানে আরও জোরালো হামলার হুমকি ইসরায়েলের

Published

on

ইরানে আরও জোরালো হামলার হুমকি ইসরায়েলের
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজছবি : রয়টার্স ফাইল ছবি

ইরানে আবারও শক্তিশালী হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, ইরান যদি ইসরায়েলকে হুমকি বা ক্ষতি করার চেষ্টা করে, তাহলে এবার আরও বেশি শক্তি প্রয়োগ করা হবে। বৃহস্পতিবার ইসরায়েলি বিমানবাহিনীর এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

এর আগে গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উদ্বেগ কমেনি। সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের আগের বোমা হামলার পরও ইরানের হাতে বিপজ্জনক পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে।

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, সেই ইউরেনিয়াম সংগ্রহ বা ব্যবহারের চেষ্টা হলে আবারও ইরানে জোরালো হামলা চালানো হবে। অপরদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘের পরমাণু সংস্থাকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসন হলে কঠোর জবাব দেওয়া হবে।


Share

ইরানে আবারও শক্তিশালী হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, ইরান যদি ইসরায়েলকে হুমকি বা ক্ষতি করার চেষ্টা করে, তাহলে এবার আরও বেশি শক্তি প্রয়োগ করা হবে। বৃহস্পতিবার ইসরায়েলি বিমানবাহিনীর এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

এর আগে গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উদ্বেগ কমেনি। সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের আগের বোমা হামলার পরও ইরানের হাতে বিপজ্জনক পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে।

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, সেই ইউরেনিয়াম সংগ্রহ বা ব্যবহারের চেষ্টা হলে আবারও ইরানে জোরালো হামলা চালানো হবে। অপরদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘের পরমাণু সংস্থাকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসন হলে কঠোর জবাব দেওয়া হবে।


Share