নামাজ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা - Porikroma News
Connect with us

অপরাধ

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা

Published

on

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা
ব্যবসায়ী সাহেব আলী। ছবি- সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সাহেব আলী (৫৩) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে খুন হয়েছেন। 

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ঘোড়ামার গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেব আলী এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১২টার দিকে তিনি মারা যান।

নিহতের ছেলে মো. জয়নাল অভিযোগ করেন, জমি-জমা ব্যবসার কারণে তার বাবাকে হত্যা করা হয়েছে। এর আগেও তাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

সিরাজদিখান থানার ওসি হাবিবুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলছে।

Share

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সাহেব আলী (৫৩) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে খুন হয়েছেন। 

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ঘোড়ামার গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেব আলী এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১২টার দিকে তিনি মারা যান।

নিহতের ছেলে মো. জয়নাল অভিযোগ করেন, জমি-জমা ব্যবসার কারণে তার বাবাকে হত্যা করা হয়েছে। এর আগেও তাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

সিরাজদিখান থানার ওসি হাবিবুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলছে।

Share