বাংলাদেশ
শাহজালালে ফ্লাইট ছাড়ার আগে বোমা আতঙ্ক অজ্ঞাত ফোনকল

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আতঙ্ক ছড়িয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৩ ফ্লাইট ছাড়ার ঠিক আগে অজ্ঞাত একটি ফোনকল থেকে জানানো হয়, বিমানে বোমা রাখা আছে।
এই তথ্য পাওয়ার পরপরই বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়। যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। এরপর বিশেষ নিরাপত্তা ইউনিট ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশি অভিযান চালান।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, ‘অজ্ঞাত নম্বর থেকে বোমা থাকার খবর আসে। নিরাপত্তার স্বার্থে যাত্রীদের নামিয়ে এনে বিমান তল্লাশি করা হয়। পরে তল্লাশি শেষে কিছুই পাওয়া যায়নি।’
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম জানিয়েছেন, ‘সব যাত্রী নিরাপদে আছেন। তল্লাশি শেষ হলে নির্ধারিত গন্তব্যে বিমান ছেড়ে যাবে।’
এ ঘটনায় বিমানবন্দর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। ঘটনার সূত্র ধরে অজ্ঞাত ফোনকলের উৎস শনাক্তে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী।