শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ৯ গোল - Porikroma News
Connect with us

খেলাধুলা

শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ৯ গোল

Published

on

সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই দুর্দান্ত শুরু করলো বাংলাদেশের মেয়েরা। আজ ঢাকার কিংস অ্যারেনায় শ্রীলঙ্কাকে ৯–১ গোলে উড়িয়ে দিয়েছে স্বপ্না-সাগরিকার দল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই স্বপ্না রানী ফ্রি–কিক থেকে গোল করে এগিয়ে দেন দলকে। এরপর একে একে মুনকি আক্তার, সাগরিকা, সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি ও রুপা আক্তার মিলে গোল উৎসবে মাতেন। ম্যাচে হ্যাটট্রিক করেছেন ১৭ বছর বয়সী সাগরিকা।

প্রথমার্ধে ৩ গোলের পর দ্বিতীয়ার্ধে গুনে গুনে আরও ৬টি গোল করে বাংলাদেশ। এ ম্যাচের মাধ্যমে সদ্য সমাপ্ত এশিয়ান কাপ বাছাইয়ে খেলা ৮ জন জাতীয় দলের সদস্য একাদশে থাকায় দলের শক্তি বেড়ে যায়।

টুর্নামেন্টে ৪টি দল অংশ নিচ্ছে—বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। ভারত শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেওয়ায় বদলে যায় টুর্নামেন্টের ফরম্যাট। প্রত্যেক দল পরস্পরের বিপক্ষে ২ বার করে খেলবে।

বাংলাদেশের মেয়েরা ১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে। এরপর ১৫ ও ১৭ জুলাই মুখোমুখি হবে ভুটানের। ১৯ জুলাই আবার লঙ্কানদের বিপক্ষে নামবে এবং ২১ জুলাই টুর্নামেন্টের শেষ ম্যাচে লড়বে নেপালের সঙ্গে।

বয়সভিত্তিক সাফে বাংলাদেশের মেয়েদের সাফল্য দারুন। সর্বশেষ ২০২৪ সালে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবারের টুর্নামেন্টেও শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশের মেয়েরা।

Share

সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই দুর্দান্ত শুরু করলো বাংলাদেশের মেয়েরা। আজ ঢাকার কিংস অ্যারেনায় শ্রীলঙ্কাকে ৯–১ গোলে উড়িয়ে দিয়েছে স্বপ্না-সাগরিকার দল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই স্বপ্না রানী ফ্রি–কিক থেকে গোল করে এগিয়ে দেন দলকে। এরপর একে একে মুনকি আক্তার, সাগরিকা, সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি ও রুপা আক্তার মিলে গোল উৎসবে মাতেন। ম্যাচে হ্যাটট্রিক করেছেন ১৭ বছর বয়সী সাগরিকা।

প্রথমার্ধে ৩ গোলের পর দ্বিতীয়ার্ধে গুনে গুনে আরও ৬টি গোল করে বাংলাদেশ। এ ম্যাচের মাধ্যমে সদ্য সমাপ্ত এশিয়ান কাপ বাছাইয়ে খেলা ৮ জন জাতীয় দলের সদস্য একাদশে থাকায় দলের শক্তি বেড়ে যায়।

টুর্নামেন্টে ৪টি দল অংশ নিচ্ছে—বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। ভারত শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেওয়ায় বদলে যায় টুর্নামেন্টের ফরম্যাট। প্রত্যেক দল পরস্পরের বিপক্ষে ২ বার করে খেলবে।

বাংলাদেশের মেয়েরা ১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে। এরপর ১৫ ও ১৭ জুলাই মুখোমুখি হবে ভুটানের। ১৯ জুলাই আবার লঙ্কানদের বিপক্ষে নামবে এবং ২১ জুলাই টুর্নামেন্টের শেষ ম্যাচে লড়বে নেপালের সঙ্গে।

বয়সভিত্তিক সাফে বাংলাদেশের মেয়েদের সাফল্য দারুন। সর্বশেষ ২০২৪ সালে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবারের টুর্নামেন্টেও শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশের মেয়েরা।

Share