পাকিস্তান - ভারত
সিন্ধু পানিপ্রবাহ বন্ধ নিয়ে ভারত-পাকিস্তান সংঘাতের আশঙ্কা

সিন্ধু পানিপ্রবাহ বন্ধ ও সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) স্থগিতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই পরিস্থিতি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে।

গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহতের পর নয়াদিল্লি পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ এটিকে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন বলে প্রত্যাখ্যান করে জানায়, পাকিস্তানের পানির গতিপথ বদলানো হলে তা যুদ্ধ ঘোষণার শামিল হবে।

পরে দুই দেশের মধ্যে চার দিনের পাল্টাপাল্টি হামলা হয়। সাময়িক অস্ত্রবিরতির পরও উত্তেজনা বজায় রয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, সিন্ধু পানি চুক্তি আর কখনো পুনর্বহাল হবে না।
বিশেষজ্ঞরা বলছেন, পানির প্রবাহ থেমে গেলে পাকিস্তানের কৃষি, খাদ্যনিরাপত্তা ও কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে। পাকিস্তান ইতোমধ্যে আন্তর্জাতিক আদালতে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। তবে অনেকেই মনে করছেন, কূটনৈতিক সমঝোতাই উত্তেজনা কমানোর সর্বোত্তম উপায়।
সিন্ধু অববাহিকার পানির নিয়ন্ত্রণ এবং চুক্তির ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন এক অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।