বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ - Porikroma News
Connect with us

বাংলাদেশ

বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

Published

on

বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
চাঁদাবাজি : প্রতীকী ছবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোতালেব হোসেন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন।

মোতালেব হোসেন উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাসিন্দা এবং বাইটকামারী বাজারে সিটি ব্যাংকের এজেন্ট হিসেবে কর্মরত। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বন্দবেড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিবুর রহমান, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আবদুল বাছেদ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের নেতৃত্বে একদল লোক তাঁর দোকানে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাঁকে গালাগাল এবং মারধর করা হয়।

মোতালেব হোসেন বলেন, তাঁর চিৎকারে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মনিবুর রহমান জানান, হাটঘাটের ইজারার টোল আদায়ের টাকা চাইতেই এই ঘটনা ঘটে। তবে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র রায় জানান, অভিযোগ তদন্তে একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Share

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোতালেব হোসেন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন।

মোতালেব হোসেন উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাসিন্দা এবং বাইটকামারী বাজারে সিটি ব্যাংকের এজেন্ট হিসেবে কর্মরত। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বন্দবেড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিবুর রহমান, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আবদুল বাছেদ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের নেতৃত্বে একদল লোক তাঁর দোকানে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাঁকে গালাগাল এবং মারধর করা হয়।

মোতালেব হোসেন বলেন, তাঁর চিৎকারে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মনিবুর রহমান জানান, হাটঘাটের ইজারার টোল আদায়ের টাকা চাইতেই এই ঘটনা ঘটে। তবে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র রায় জানান, অভিযোগ তদন্তে একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Share