খেলাধুলা
টি-টোয়েন্টিতে কেমন একাদশ সাজাবে বাংলাদেশ?

ওয়ানডে সিরিজের হতাশা ভুলে নতুন প্রত্যাশা নিয়ে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কা সফরের শেষ ভাগের এই সিরিজ দিয়েই বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর আশায় মাঠে নামবে।
দুটি টেস্ট ও তিনটি ওয়ানডেতে খেলার পর, টি-টোয়েন্টিতে দল সাজানোর কাজটা বেশ চ্যালেঞ্জের। কারণ, সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এই ফরম্যাটেই সবচেয়ে বেশি দুর্বলতা দেখা গেছে বাংলাদেশ দলে। গত ১৫ ম্যাচের ১১টিতেই পরাজিত হয়েছে টাইগাররা।
এই সিরিজে একটু ভিন্ন চেহারার দল নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। ওয়ানডে দলের বেশিরভাগ খেলোয়াড়কে রাখা হলেও স্কোয়াডে নেই নাজমুল হোসেন শান্ত। ফলে তিন নম্বরে দেখা যাবে লিটন দাসকে। মিডল অর্ডারে থাকবেন তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলী অনিক।
স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনকে দেখা যেতে পারে। যদিও সাম্প্রতিক টি-টোয়েন্টি পারফরম্যান্স মিরাজের আহামরি নয়, তবু অভিজ্ঞতা কাজে লাগাতে তাকে সুযোগ দেওয়া হতে পারে।
পেস আক্রমণে তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে গড়া হতে পারে তিন পেসারের বোলিং লাইনআপ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
এবারের সিরিজ থেকেই টি-টোয়েন্টিতে নতুন ধারার খেলা উপহার দিতে পারে বাংলাদেশ—এমন আশায় মুখিয়ে আছে সমর্থকরাও।