আন্তর্জাতিক
গণহত্যার দায়ে ইসরাইলকে অভিযুক্ত করল স্পেন

ফিলিস্তিনে চলমান গণহত্যার জন্য সরাসরি ইসরাইলকে অভিযুক্ত করেছে স্পেন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই মানবিক সংকট ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ তুলেছে দেশটি।
বার্তাসংস্থা আনাদোলুর বরাতে জানা গেছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার স্পেনের সংসদে দেয়া এক ভাষণে বলেন, ইসরাইল ফিলিস্তিনে যে কার্যক্রম চালাচ্ছে, তা ইতিহাসে ‘২১শ শতকের অন্যতম অন্ধকারতম অধ্যায়’ হিসেবে বিবেচিত হবে।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের মৌলিক নীতিকে কোনো দেশ পদদলিত করলে এবং অনাহার ও যুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বৈধ রাষ্ট্রকে ধ্বংস করতে চাইলে সেই দেশ ইউরোপের অংশীদার হতে পারে না।
সানচেজ আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যেমন ইউক্রেনে যুদ্ধ চালানোর জন্য দোষারোপ করা হয়, তেমনি নেতানিয়াহুকেও ফিলিস্তিনে চালানো মানবতাবিরোধী অপরাধের জন্য ছাড় দেয়া যায় না।
তিনি বলেন, প্রতিদিন ফিলিস্তিন থেকে যেসব মর্মান্তিক দৃশ্য আমরা দেখছি — ধ্বংসস্তূপে শিশুদের কান্না, খাদ্যের অভাবে মানুষের মৃত্যু — এসব আন্তর্জাতিক সম্প্রদায়কে বাধ্য করা উচিত শক্ত অবস্থান নিতে।
বিশ্লেষকরা মনে করছেন, ইউরোপের অন্য দেশগুলোকেও ফিলিস্তিন ইস্যুতে স্পেনের মতো সোচ্চার ভূমিকা রাখা উচিত।