দুর্ঘটনা
ঢাকায় বাসের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর মেয়র হানিফ উড়ালসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারালেন আট মাসের অন্তঃসত্ত্বা মেহেরুন্নেসা ঝুমি (২৬)। আজ বৃহস্পতিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, স্বামী মুসা কলিমউল্লাহর সঙ্গে মোটরসাইকেলে করে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন মেহেরুন্নেসা। উড়ালসড়কে ওঠার পর পেছন থেকে মঞ্জিল পরিবহনের একটি বাস তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনেই ছিটকে পড়েন।
গুরুতর আহত অবস্থায় মেহেরুন্নেসাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্বামী মুসা কলিমউল্লাহ সামান্য আহত হয়েছেন। তিনি জানান, স্থানীয় বাসিন্দারা বাসটিকে আটক করে পুলিশের জিম্মায় দিয়েছেন।
মুসা মুঠোফোন যন্ত্রাংশের ব্যবসায়ী। তাঁদের বাড়ি রাজধানীর মাতুয়াইলের মুসলিম নগরে। তাঁদের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
পুলিশ জানিয়েছে, বাস ও চালককে ওয়ারী থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।