আন্তর্জাতিক
পরীক্ষায় গণিতে ১ পেয়েছিলাম : জ্যাক মা

বিশ্ববিখ্যাত চীনা উদ্যোক্তা ও আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা জীবনের শুরুর গল্পে বারবার উদাহরণ হয়ে ওঠেন তরুণদের অনুপ্রেরণায়। গণিতে মাত্র ১ নম্বর পাওয়া সেই জ্যাক মা আজ সফল ব্যবসায়ী, বিশ্বসেরা অনলাইন প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা।
২০১৫ সালের ২ ফেব্রুয়ারি হংকংয়ে ‘অ্যান ইভিনিং উইথ জ্যাক মা’ অনুষ্ঠানে তিনি তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন।
জ্যাক মা জানান, তিনি যখন ব্যবসা শুরু করেন, তখন তাঁর কোনো যোগ্যতা ছিল না। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গণিতে ১ পেয়েছিলেন। পরপর তিনবার চেষ্টা করেও ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি। অবশেষে ভর্তি হন হ্যাংঝোউ নরমাল ইউনিভার্সিটিতে।
উদ্যোক্তা হওয়ার পথটা তাঁর জন্য সহজ ছিল না। আলিবাবা শুরু করেন ১৮ জন বন্ধু নিয়ে। মাত্র ৫ লাখ আরএমবি বিনিয়োগ করে শুরু করা সেই ব্যবসা প্রথম আট মাসেই আর্থিক সংকটে পড়ে। কেউ বিনিয়োগ করতে রাজি ছিল না। কিন্তু অটল বিশ্বাস আর সম্মিলিত প্রচেষ্টায় আলিবাবা আজ বিশ্বের অন্যতম বড় কোম্পানি।
জ্যাক মা বলেন, ‘স্বপ্ন বদলানো দোষের কিছু না। বরং স্বপ্নহীন থাকা ভয়ংকর। আসল ব্যাপার হচ্ছে বিশ্বাস আর চেষ্টা।’ তিনি আরও জানান, জীবনে বারবার ব্যর্থ হলেও নিজের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘নিজের স্বপ্ন পূরণে একা পথ চলা নয়, একটা দল তৈরি করো। কারণ, ব্যবসা শুধু আইডিয়া নয়, দরকার দল, ভরসা আর সহানুভূতি।’