রাজনীতি
হাসিনা রেহানাসহ ১০০ জনকে আদালতে হাজিরের গেজেট প্রকাশ

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগে ছয়টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনের বিরুদ্ধে আদালতে হাজিরের জন্য গেজেট প্রকাশ করা হয়েছে।
গত ৩ জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই গেজেটে সই করেন। এরপর বিজি প্রেস থেকে গেজেটটি প্রকাশ হয়।
গেজেটে জানানো হয়েছে, আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে এবং আত্মগোপনে থাকার কারণে তাদের আশু গ্রেফতারের সম্ভাবনা নেই। তাই আগামী ধার্য তারিখের মধ্যে আদালতে হাজির হতে বলা হয়েছে। না হলে অনুপস্থিতিতেই বিচার হবে।
দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানিয়েছেন, এই মামলার পরবর্তী শুনানি হবে ২০ জুলাই।
মামলাগুলো দায়ের করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং এসএম রাশেদুল হাসান। তদন্ত শেষে ১০ মার্চ চার্জশিট জমা দেওয়া হয়।
প্রসঙ্গত, চলতি বছরের ১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে ছয়টি মামলা দায়ের হয়। যেখানে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ সিদ্দিক, পুতুল, আজমিনা সিদ্দিকসহ ১০০ জনকে আসামি করা হয়।