রাশিয়ার পরাজয় দেখতে চায় না চীন: ওয়াং ই - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

রাশিয়ার পরাজয় দেখতে চায় না চীন: ওয়াং ই

Published

on

রাশিয়ার পরাজয় দেখতে চায় না চীন: ওয়াং ই

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার পরাজয় দেখতে চায় না চীন। বেইজিংয়ের আশঙ্কা, মস্কো পরাজিত হলে যুক্তরাষ্ট্রের মনোযোগ সরাসরি চীনের দিকে চলে আসবে। এ তথ্য জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে চার ঘণ্টাব্যাপী বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে এই মন্তব্য করেন তিনি।

বৈঠকসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈঠকে সাইবার নিরাপত্তা, বিরল খনিজ সম্পদ, বাণিজ্য ভারসাম্যহীনতা, তাইওয়ান, মধ্যপ্রাচ্যসহ নানা বিষয়ে আলোচনা হয়। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েই মুখ খুলেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

ওই কর্মকর্তারা আরও জানান, বেইজিং চায় এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হোক, যাতে যুক্তরাষ্ট্রের মনোযোগ ইউক্রেন যুদ্ধেই আটকে থাকে। যদিও আনুষ্ঠানিকভাবে চীন যুদ্ধবিরতি ও শান্তির পক্ষে অবস্থান নেওয়ার কথা জানিয়ে আসছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিংও শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে জানান, এই সংঘাতের অংশ নয় চীন। বরং যুদ্ধবিরতি ও শান্তির জন্য বেইজিং চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর কয়েক সপ্তাহ আগেই চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রাশিয়ার সঙ্গে ‘কোনো সীমানাহীন অংশীদারত্ব’ ঘোষণা করেছিলেন। এরপর থেকে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হয়েছে।

এদিকে ইউক্রেন বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগও উঠেছে চীনের বিরুদ্ধে। সম্প্রতি রাশিয়ার ছোড়া ‘গেরান-২’ ড্রোনের ধ্বংসাবশেষের কাঠামোতে ‘চীন নির্মিত’ উপাদান থাকার অভিযোগ উঠেছে। যদিও এ অভিযোগ চীন অস্বীকার করেছে।

Share

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার পরাজয় দেখতে চায় না চীন। বেইজিংয়ের আশঙ্কা, মস্কো পরাজিত হলে যুক্তরাষ্ট্রের মনোযোগ সরাসরি চীনের দিকে চলে আসবে। এ তথ্য জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে চার ঘণ্টাব্যাপী বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে এই মন্তব্য করেন তিনি।

বৈঠকসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈঠকে সাইবার নিরাপত্তা, বিরল খনিজ সম্পদ, বাণিজ্য ভারসাম্যহীনতা, তাইওয়ান, মধ্যপ্রাচ্যসহ নানা বিষয়ে আলোচনা হয়। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েই মুখ খুলেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

ওই কর্মকর্তারা আরও জানান, বেইজিং চায় এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হোক, যাতে যুক্তরাষ্ট্রের মনোযোগ ইউক্রেন যুদ্ধেই আটকে থাকে। যদিও আনুষ্ঠানিকভাবে চীন যুদ্ধবিরতি ও শান্তির পক্ষে অবস্থান নেওয়ার কথা জানিয়ে আসছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিংও শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে জানান, এই সংঘাতের অংশ নয় চীন। বরং যুদ্ধবিরতি ও শান্তির জন্য বেইজিং চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর কয়েক সপ্তাহ আগেই চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রাশিয়ার সঙ্গে ‘কোনো সীমানাহীন অংশীদারত্ব’ ঘোষণা করেছিলেন। এরপর থেকে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হয়েছে।

এদিকে ইউক্রেন বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগও উঠেছে চীনের বিরুদ্ধে। সম্প্রতি রাশিয়ার ছোড়া ‘গেরান-২’ ড্রোনের ধ্বংসাবশেষের কাঠামোতে ‘চীন নির্মিত’ উপাদান থাকার অভিযোগ উঠেছে। যদিও এ অভিযোগ চীন অস্বীকার করেছে।

Share