আন্তর্জাতিক
গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে আগামী সপ্তাহেই

গাজায় চলমান সংঘাতের অবসানে এবার যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহেই গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে।
শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “এটা বেশ ভালো। আমরা হয়তো আগামী সপ্তাহেই একটি যুদ্ধবিরতির সিদ্ধান্ত পেয়ে যাব।” তবে আলোচনার অগ্রগতির বিস্তারিত তাঁর কাছে এখনো জানানো হয়নি বলে জানান তিনি।
এর আগে হামাস জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। ধারণা করা হচ্ছে, প্রস্তাবটিতে গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চল থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
হামাসের মিত্র ইসলামিক জিহাদও যুদ্ধবিরতি আলোচনায় সমর্থন জানিয়েছে। তবে তারা স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চেয়েছে।
এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সব জিম্মি মুক্ত না করা এবং হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।
বিবিসি ও ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৭ হাজার ২৬৮ জন।
আন্তর্জাতিক মহল এবং মধ্যস্থতাকারী কাতার ও মিসরের প্রত্যক্ষ চেষ্টায় এই যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আলোচনার সফল পরিণতি এখনও অনিশ্চিত।