আন্তর্জাতিক
ইউক্রেনে রেকর্ড সংখ্যক রাশিয়ার ড্রোন হামলা

ইউক্রেনে রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (৪ জুলাই) স্থানীয় সময় রাতভর কিয়েভের আকাশ ধোঁয়া ও বিস্ফোরণের শব্দে ভারী হয়ে ওঠে। মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি হয়নি।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, এ হামলায় ১৩ ঘণ্টাব্যাপী আক্রমণে রাজধানীর বিভিন্ন ভবন ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত অন্তত ২৩ জন আহত এবং একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রেকর্ড ৫৩৯টি ড্রোনের মধ্যে ৪৭৬টি ভূপাতিত করা হয়েছে। এছাড়া ১১টি ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়। নতুন ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহার করে ৬০টি ড্রোন গুলি করে নামানো হয়েছে।
কিয়েভের রেললাইন, আবাসিক ভবন ও পোল্যান্ডের কনস্যুলেটসহ একাধিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনাকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ‘দেশটির ইতিহাসের সবচেয়ে বড় বিমান হামলা’ বলে উল্লেখ করেছেন।
পাশাপাশি, ট্রাম্প–পুতিন ফোনালাপ এবং মার্কিন সমর্থনের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে ইউক্রেনে। কিয়েভবাসী এই হামলাকে ‘নিয়মিত সন্ত্রাস’ বলে আখ্যা দিয়েছে।