আন্তর্জাতিক
গ্রিস-তুরস্কে দাবানল, ২ জনের মৃত্যু, হাজারো মানুষ সরানো

গ্রিসের ক্রিট দ্বীপ ও রাজধানী এথেন্সের কাছে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এসেছে। ক্রিটের ইরাপেত্রায় দাবানলে ৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়। ঘটনাস্থলে ২৩০ জন দমকলকর্মী ও ৬টি হেলিকপ্টার কাজ করেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

এথেন্সের রাফিনায় দাবানলও নিয়ন্ত্রণে এলেও বাতাস তীব্র থাকায় সতর্ক অবস্থায় রয়েছে কর্তৃপক্ষ। এতে ৩০০ জনকে সরিয়ে নেওয়া হয় এবং কিছু ঘরবাড়ি ও গাড়ি পুড়ে যায়।
অন্যদিকে, তুরস্কের ওডেমিস শহরে দাবানল নেভানোর সময় একজন বনকর্মী ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দাবানলে ২০০টির বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দাবানল পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।