দীঘিনালার ঝুঁকিপূর্ণ সেতুতে আতঙ্ক, পাকা সেতুর দাবি - Porikroma News
Connect with us

বাংলাদেশ

দীঘিনালার ঝুঁকিপূর্ণ সেতুতে আতঙ্ক, পাকা সেতুর দাবি

Published

on

দীঘিনালার ঝুঁকিপূর্ণ সেতুতে আতঙ্ক, পাকা সেতুর দাবি

‘সেতুতে উঠলেই ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে যায়’—এভাবেই দীঘিনালা-লংগদু সড়কের ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর অবস্থা বর্ণনা করলেন চালক অনিময় চাকমা। খাগড়াছড়ির দীঘিনালায় ছয়টি পুরোনো বেইলি সেতুতে প্রতিদিন ৪-৫০০ গাড়ি চলাচল করে।

বিভিন্ন সময় ভারী যানবাহন ও বন্যায় সেতুগুলোর পাটাতন খুলে যায়, ঘটে দুর্ঘটনা। গত বছর ৩১ ডিসেম্বর বোয়ালখালী সেতুতে ট্রাক আটকে যান চলাচল বন্ধ ছিল তিন দিন।

স্থানীয়রা বলছেন, পাঁচ টনের বেশি গাড়ি চলাচল নিষিদ্ধ হলেও কেউ মানছে না। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। প্রশাসন জানিয়েছে, প্রাথমিকভাবে দুটি সেতু পাকা করা হবে। বাকিগুলো পর্যায়ক্রমে নির্মাণ হবে।


Share

‘সেতুতে উঠলেই ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে যায়’—এভাবেই দীঘিনালা-লংগদু সড়কের ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর অবস্থা বর্ণনা করলেন চালক অনিময় চাকমা। খাগড়াছড়ির দীঘিনালায় ছয়টি পুরোনো বেইলি সেতুতে প্রতিদিন ৪-৫০০ গাড়ি চলাচল করে।

বিভিন্ন সময় ভারী যানবাহন ও বন্যায় সেতুগুলোর পাটাতন খুলে যায়, ঘটে দুর্ঘটনা। গত বছর ৩১ ডিসেম্বর বোয়ালখালী সেতুতে ট্রাক আটকে যান চলাচল বন্ধ ছিল তিন দিন।

স্থানীয়রা বলছেন, পাঁচ টনের বেশি গাড়ি চলাচল নিষিদ্ধ হলেও কেউ মানছে না। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। প্রশাসন জানিয়েছে, প্রাথমিকভাবে দুটি সেতু পাকা করা হবে। বাকিগুলো পর্যায়ক্রমে নির্মাণ হবে।


Share