মুরাদনগর ধর্ষণ ও নির্যাতন বন্ধে রাজধানীতে নারী মঞ্চের সমাবেশ - Porikroma News
Connect with us

বাংলাদেশ

মুরাদনগর ধর্ষণ ও নির্যাতন বন্ধে রাজধানীতে নারী মঞ্চের সমাবেশ

Published

on

মুরাদনগর ধর্ষণ ও নির্যাতন বন্ধে রাজধানীতে নারী মঞ্চের সমাবেশ
সংগৃহীত ছবি

কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ ও দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ নারী মঞ্চের উদ্যোগে প্রতিবাদী নারী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২ জুলাই বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জোবায়দা পারভীন।

সমাবেশে বক্তব্য রাখেন নারী মঞ্চের কেন্দ্রীয় নেত্রী মুর্শিদা আখতার নাহার, শিউলী শিকদার, শেখ সাহানাজ, সাহানা ফেরদৌসি লাকী, অ্যাডভোকেট ইশরাত জাহান, নারী নেত্রী জোছনা আক্তার ও মমতাজ বেগমসহ অনেকে।

নারী নেত্রীরা বলেন, সম্প্রতি মুরাদনগরে রাতের আঁধারে ঘরের দরজা ভেঙে এক হিন্দু নারীকে বিবস্ত্র করে ধর্ষণ এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। এতে দেশের নারী সমাজ লজ্জিত ও আতঙ্কিত হয়ে পড়েছে। এই ঘটনাসহ সব ধরনের নারী নির্যাতন বন্ধ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।

এছাড়া মন্দির ও সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা বন্ধের দাবি তোলা হয়।

সমাবেশ শেষে প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

Share

কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ ও দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ নারী মঞ্চের উদ্যোগে প্রতিবাদী নারী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২ জুলাই বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জোবায়দা পারভীন।

সমাবেশে বক্তব্য রাখেন নারী মঞ্চের কেন্দ্রীয় নেত্রী মুর্শিদা আখতার নাহার, শিউলী শিকদার, শেখ সাহানাজ, সাহানা ফেরদৌসি লাকী, অ্যাডভোকেট ইশরাত জাহান, নারী নেত্রী জোছনা আক্তার ও মমতাজ বেগমসহ অনেকে।

নারী নেত্রীরা বলেন, সম্প্রতি মুরাদনগরে রাতের আঁধারে ঘরের দরজা ভেঙে এক হিন্দু নারীকে বিবস্ত্র করে ধর্ষণ এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। এতে দেশের নারী সমাজ লজ্জিত ও আতঙ্কিত হয়ে পড়েছে। এই ঘটনাসহ সব ধরনের নারী নির্যাতন বন্ধ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।

এছাড়া মন্দির ও সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা বন্ধের দাবি তোলা হয়।

সমাবেশ শেষে প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

Share