সাবেক এমপি জাফর আলমের আরও ৩ দিনের রিমান্ড - Porikroma News
Connect with us

অপরাধ

সাবেক এমপি জাফর আলমের আরও ৩ দিনের রিমান্ড

Published

on

সাবেক এমপি জাফর আলমের আরও ৩ দিনের রিমান্ড
ছবিঃ সংরক্ষিত

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন।

আদালতে হাজিরের পর পেকুয়া থানার একটি মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে দুটি মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। নতুন করে আরও তিন দিনসহ মোট সাত দিনের রিমান্ডের জন্য তাকে আদালত থেকে পেকুয়া থানায় নেওয়া হয়েছে।

২০১৮ সালের জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে এজেন্ট মারধর ও জাল ভোট দেওয়ার ঘটনায় করা মামলায় এই রিমান্ড নেওয়া হয়েছে।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, জাফর আলমকে রিমান্ডে এনে নিরাপত্তা নিশ্চিত করে জিজ্ঞাসাবাদ করা হবে।

Share

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন।

আদালতে হাজিরের পর পেকুয়া থানার একটি মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে দুটি মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। নতুন করে আরও তিন দিনসহ মোট সাত দিনের রিমান্ডের জন্য তাকে আদালত থেকে পেকুয়া থানায় নেওয়া হয়েছে।

২০১৮ সালের জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে এজেন্ট মারধর ও জাল ভোট দেওয়ার ঘটনায় করা মামলায় এই রিমান্ড নেওয়া হয়েছে।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, জাফর আলমকে রিমান্ডে এনে নিরাপত্তা নিশ্চিত করে জিজ্ঞাসাবাদ করা হবে।

Share