জাপানে ক্ষুধায় বাংলাদেশি তরুণের মর্মান্তিক মৃত্যু - Porikroma News
Connect with us

বাংলাদেশ

জাপানে ক্ষুধায় বাংলাদেশি তরুণের মর্মান্তিক মৃত্যু

Published

on

জাপানে ক্ষুধায় বাংলাদেশি তরুণের মর্মান্তিক মৃত্যু
মোহাম্মদ আফরিজি বিন আপন

জাপানে অভাব ও ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করেছেন মোহাম্মদ আফরিজি বিন আপন নামের এক বাংলাদেশি তরুণ। ২৬ বছর বয়সী এই যুবক অটোমোবাইল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে গিয়েছিলেন উন্নত প্রযুক্তির দেশ জাপানে।

কিন্তু অর্থনৈতিক সংকটে পড়ে একে একে বন্ধ হয়ে যায় তার বিদ্যুৎ, পানি, গ্যাস ও মোবাইল সংযোগ। কলেজের বকেয়া ফি পরিশোধ করতে না পারায় তার পড়াশোনাও থেমে যায়। দিন শেষে তিনি হয়ে পড়েন একাকী ও নিঃসঙ্গ।

বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানান, আফরিজি দীর্ঘ ১৫ দিন বাসা থেকে বের হননি। কেউ কেউ খাবার দিলেও সেগুলোই থাকতো একই জায়গায়। অসুস্থ অবস্থায় মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে জানালার ফাঁক দিয়ে বলেছিলেন— “চোখে কিছুই দেখতে পাচ্ছি না।”

প্রচলিত আইনি নিয়মে অনুমতি ছাড়া বাসার দরজা ভাঙা নিষেধ থাকায় বন্ধু ও পরিচিতজনরা রবিবার পুলিশ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আফরিজি।

স্থানীয় পুলিশ জানায়, মৃত্যুর সময় তার দেহের ওজন ছিল অত্যন্ত কম এবং শরীরটি শক্ত হয়ে গিয়েছিল। ঘটনাটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া ফেলেছে।

Share

জাপানে অভাব ও ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করেছেন মোহাম্মদ আফরিজি বিন আপন নামের এক বাংলাদেশি তরুণ। ২৬ বছর বয়সী এই যুবক অটোমোবাইল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে গিয়েছিলেন উন্নত প্রযুক্তির দেশ জাপানে।

কিন্তু অর্থনৈতিক সংকটে পড়ে একে একে বন্ধ হয়ে যায় তার বিদ্যুৎ, পানি, গ্যাস ও মোবাইল সংযোগ। কলেজের বকেয়া ফি পরিশোধ করতে না পারায় তার পড়াশোনাও থেমে যায়। দিন শেষে তিনি হয়ে পড়েন একাকী ও নিঃসঙ্গ।

বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানান, আফরিজি দীর্ঘ ১৫ দিন বাসা থেকে বের হননি। কেউ কেউ খাবার দিলেও সেগুলোই থাকতো একই জায়গায়। অসুস্থ অবস্থায় মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে জানালার ফাঁক দিয়ে বলেছিলেন— “চোখে কিছুই দেখতে পাচ্ছি না।”

প্রচলিত আইনি নিয়মে অনুমতি ছাড়া বাসার দরজা ভাঙা নিষেধ থাকায় বন্ধু ও পরিচিতজনরা রবিবার পুলিশ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আফরিজি।

স্থানীয় পুলিশ জানায়, মৃত্যুর সময় তার দেহের ওজন ছিল অত্যন্ত কম এবং শরীরটি শক্ত হয়ে গিয়েছিল। ঘটনাটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া ফেলেছে।

Share