নেত্রকোনায় প্রেমিকের বিয়ে অস্বীকারে মাদরাসাছাত্রীর আত্মহনন - Porikroma News
Connect with us

দুর্ঘটনা

নেত্রকোনায় প্রেমিকের বিয়ে অস্বীকারে মাদরাসাছাত্রীর আত্মহনন

Published

on

পটুয়াখালীতে প্রতিপক্ষের হামলায় তরুণ নিহত, আহত বাবা
প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় প্রেমিকের বিয়ে করতে অস্বীকার করায় বিষপান করে আত্মহত্যা করেছে সুমাইয়া নামের এক মাদরাসাছাত্রী। মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গত ২৯ জুন সকালে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের রোয়াইলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই গ্রামের শাহাব উদ্দিন ও জোসনা আক্তারের মেয়ে। সে রোয়াইলবাড়ী ফাজিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই উপজেলার নিলম্বরখিলা গ্রামের সাবেক আরজু মেম্বারের ছেলে আশরাফুলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুমাইয়ার। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান আশরাফুল। কিন্তু পরে বিয়েতে অস্বীকৃতি জানালে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

২৯ জুন রোয়াইলবাড়ী বাজারে আশরাফুল সুমাইয়াকে মারধরও করেন। পরে অভিমানে সুমাইয়া বিষপান করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হয়ে ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ঘর থেকে মৃত্যুর কারণ উল্লেখ করা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের ওসি তফাজ্জল হোসেন জানান, প্রেমঘটিত কারণে শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Share

নেত্রকোনার কেন্দুয়ায় প্রেমিকের বিয়ে করতে অস্বীকার করায় বিষপান করে আত্মহত্যা করেছে সুমাইয়া নামের এক মাদরাসাছাত্রী। মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গত ২৯ জুন সকালে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের রোয়াইলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই গ্রামের শাহাব উদ্দিন ও জোসনা আক্তারের মেয়ে। সে রোয়াইলবাড়ী ফাজিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই উপজেলার নিলম্বরখিলা গ্রামের সাবেক আরজু মেম্বারের ছেলে আশরাফুলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুমাইয়ার। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান আশরাফুল। কিন্তু পরে বিয়েতে অস্বীকৃতি জানালে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

২৯ জুন রোয়াইলবাড়ী বাজারে আশরাফুল সুমাইয়াকে মারধরও করেন। পরে অভিমানে সুমাইয়া বিষপান করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হয়ে ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ঘর থেকে মৃত্যুর কারণ উল্লেখ করা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের ওসি তফাজ্জল হোসেন জানান, প্রেমঘটিত কারণে শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Share