বাংলাদেশ
অর্থবছরের শেষ দিনে ৩,৬০,৯২০ কোটি টাকার রাজস্ব আদায়

২০২৪-২৫ অর্থবছরের শেষ দিনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩ লাখ ৬০ হাজার ৯২০ কোটি টাকা রাজস্ব আদায়ের কথা জানিয়েছে। সোমবার (৩০ জুন) সকাল ১০টা পর্যন্ত এই রাজস্ব আদায় হয়েছে বলে নিশ্চিত করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
তিনি জানান, রোববার বিকেল থেকেই কাস্টমস হাউজগুলো কাজ শুরু করে এবং আন্দোলনরত কর্মকর্তারা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ায় রাজস্ব আদায়ে গতি ফেরে। এতে ব্যবসায়ী মহল এবং নীতিনির্ধারকদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।
এনবিআর চেয়ারম্যান বলেন, “গতবারের তুলনায় রাজস্ব আদায় বেশি হবে এটা নিশ্চিত। তবে আমরা যে পরিমাণ আশা করেছিলাম, আন্দোলনের কারণে কিছুটা হোঁচট খেয়েছি। তারপরেও আজকের দিনে সব অফিস ও ব্যাংক খোলা আছে। আশা করছি ভালো পরিমাণ অর্থ ট্রেজারিতে জমা হবে।”
তিনি আরও জানান, রাজস্ব আদায় এখন পুরোপুরি সিস্টেমেটিক পদ্ধতিতে হচ্ছে। আইবাস সিস্টেমে আদায়ের রিপোর্ট হচ্ছে। এখানে আর কোনো রিকনসিলিয়েশনের প্রয়োজন নেই।
এদিকে, সোমবার সকালে এনবিআর কর্মকর্তারা তাদের দেড় মাসের আন্দোলন প্রত্যাহার করে কাজে ফেরেন। এর ফলে রাজস্ব আদায়ের বড় ড্রাইভ চালানো সম্ভব হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান।
তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “রাষ্ট্রীয় স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবো। অতীতে যেমন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
চলতি অর্থবছরের চূড়ান্ত রাজস্ব আদায়ের হিসাব জুলাই মাসের মধ্যে সমন্বয় করে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।