অপরাধ
সেনা কর্মকর্তা সেজে বিয়ে, গোপালগঞ্জে যুবক গ্রেপ্তার

বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে বিয়ে করার অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ফয়সাল আহমেদ (৩৩) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
রোববার (২৯ জুন) রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের নাওড়া আড়পাড়া গ্রাম থেকে জনতা আটক করে তাকে যৌথবাহিনীর কাছে সোপর্দ করে।
গ্রেপ্তারকৃত ফয়সাল আহমেদ নরসিংদী জেলার মেহেরপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।
যৌথবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, এক মাস আগে সেনা কর্মকর্তা পরিচয়ে কাশিয়ানীর নায়ন মিয়ার মেয়েকে বিয়ে করেন ফয়সাল। বিয়ের সময় সেনাবাহিনীর ‘ওয়ারেন্ট অফিসার’ পরিচয়ের ভুয়া আইডি কার্ডের সফট কপি দেখান তিনি।
রোববার রাতে শ্বশুরবাড়িতে আর্থিক বিষয় নিয়ে বিরোধের জেরে তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে। পরে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদে ভুয়া পরিচয়ে বিয়ে ও প্রতারণার বিষয়টি স্বীকার করেন ফয়সাল।

এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল, ৬টি সিম, নগদ ৩৮ হাজার ৮২০ টাকা এবং ৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
কাশিয়ানী থানার ওসি মো. কামাল হোসেন জানান, সেনাবাহিনী অভিযুক্তকে থানায় হস্তান্তর করেছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।