খেলাধুলা
ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে প্রতারণা ও শারীরিক সম্পর্কের অভিযোগ

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ভারতীয় ক্রিকেটার যশ দয়ালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক নারী। অভিযোগপত্রে তিনি দাবি করেছেন, পাঁচ বছরের প্রেমের সম্পর্কের ভিত্তিতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন যশ দয়াল।
নারীটি জানান, দয়ালের পরিবারও তাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করেছিল। তবে পরবর্তীতে জানতে পারেন, দয়াল একাধিক নারীর সঙ্গে একই ধরনের সম্পর্ক চালিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় দয়াল তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ করেছেন ওই নারী।
তিনি আরও দাবি করেন, দীর্ঘ সম্পর্কে আর্থিক ও আবেগিভাবে তাকে নির্ভরশীল করে তোলা হয়। এখন তিনি অসহায়। অভিযোগপত্রে তিনি চ্যাট, ছবি, ভিডিও কলের স্ক্রিনশটসহ নানা প্রমাণও সংযুক্ত করেছেন।
গত ১৪ জুন ১৮১ হেল্পলাইনে ফোন করেও থানায় কোনো অগ্রগতি না হওয়ায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ প্রতিকার পোর্টালে আবেদন করেন।
অভিযোগপত্রে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। এ নিয়ে এখনো যশ দয়াল কিংবা তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথম শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন যশ দয়াল। পুরো মৌসুমে ১৫ ম্যাচে ১৩ উইকেট নেন এই পেসার। ঘরোয়া ক্রিকেটে তিনি উত্তরপ্রদেশের হয়ে খেলেন।