অপরাধ
চাঁপাইনবাবগঞ্জে ২০ মামলার আসামি লালচাঁন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হয়েছে হত্যা, ডাকাতি, ছিনতাই ও মাদক মামলাসহ ২০ মামলার পলাতক আসামি লালচাঁন ইসলাম (৩১)।
শনিবার (২৮ জুন) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কানসাট ইউনিয়নের বাগানবাড়ি এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, লালচাঁনের বিরুদ্ধে জেলার পাঁচটি থানায় অন্তত ২০টি মামলা রয়েছে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা লালচাঁন ঢাকা থেকে এলাকায় ফিরে ২০০ গ্রাম হেরোইন বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ে।
এ ঘটনায় নতুন করে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তার বিরুদ্ধে অন্য থানায় আরও কোনো মামলা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, লালচাঁন এলাকার চিহ্নিত অপরাধী। তার গ্রেপ্তারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে।