আন্তর্জাতিক
চীনে বাদুড়ে ২০টি নতুন ভাইরাসের সন্ধান

চীনে ফের নতুন ভাইরাসের খোঁজ মিলেছে। দেশটির ইউনান প্রদেশে বাদুড়ের দেহে ২০টি নতুন ভাইরাস শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্যে দু’টি ভাইরাস জিনগতভাবে পূর্বপরিচিত দুই প্রাণঘাতী ভাইরাস হেন্দ্রা এবং নিপাহ-র নিকটাত্মীয় বলে জানা গেছে।
এই নতুন ভাইরাস নিয়ে গবেষণাটি ‘পিএলওএস প্যাথোজেনস’ নামক আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ১৪২টি বাদুড়ের কিডনি থেকে সংগৃহীত নমুনার উপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা এই ভাইরাস, ব্যাকটেরিয়া এবং একটি নতুন পরজীবী শনাক্ত করেছেন। এদের বেশিরভাগই আগে অজানা ছিল।
গবেষকদের মতে, বাদুড়ের কিডনিতে ভাইরাসের উপস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। কারণ, মূত্রের মাধ্যমে এই ভাইরাস পরিবেশে ছড়ানোর আশঙ্কা থেকে যায়। বিশেষ করে বাদুড় ফলের বাগান বা পানির উৎসের আশপাশে প্রস্রাব করলে সেই ফল বা পানি ভাইরাসে সংক্রমিত হতে পারে। যা থেকে মানুষও সংক্রমিত হতে পারে।
বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে যেন আর কোনো মহামারী দেখা না দেয়, সে জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এই নতুন ভাইরাসগুলোর কার্যকারিতা বুঝে দ্রুত প্রতিষেধক তৈরির পরামর্শ দিয়েছেন গবেষকরা।
তবে আপাতত এই ভাইরাসগুলো নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানানো হয়েছে। তবে ভবিষ্যতের জন্য সতর্কতা এবং আরও গবেষণার প্রয়োজন রয়েছে।