অপরাধ
ইসলামী আন্দোলনের সমাবেশে অস্ত্রসহ যুবক আটক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান মহাসমাবেশে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুরে সমাবেশস্থল থেকে তাকে আটক করে উপস্থিত লোকজন। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করে জানান, সমাবেশ চলাকালে ওই ব্যক্তি ছুরি বহন করছিল। বিষয়টি লক্ষ্য করে সমাবেশে অংশ নেওয়া লোকজন তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
এদিন সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহাসমাবেশের প্রথম পর্ব শুরু হয়। এতে দেশের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে যোগ দেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।
দুপুর ২টায় মূলপর্ব শুরু হয়, যেখানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
সমাবেশ থেকে দলটির সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন দাবির কথা জানানো হয়।