জামায়াতের ৩৬ দিনের গণঅভ্যুত্থান কর্মসূচি ঘোষণা - Porikroma News
Connect with us

রাজনীতি

জামায়াতের ৩৬ দিনের গণঅভ্যুত্থান কর্মসূচি ঘোষণা

Published

on

জামায়াতের ৩৬ দিনের গণঅভ্যুত্থান কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ এবং ৫ আগস্ট দেশজুড়ে গণমিছিলের আয়োজন করা হবে।

এ ছাড়া ১ জুলাই থেকে ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পর্যন্ত চলবে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং সুধীজন-সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়।

১৬ জুলাই শহীদ আবু সাঈদ স্মরণে রংপুরে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হবে। ৬-৮ আগস্টের মধ্যে ঢাকাসহ বিভিন্ন স্থানে গণমত গঠনে সাংবাদিক, বুদ্ধিজীবী ও রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে মতবিনিময় হবে।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “শহীদ আবু সাঈদের সাহসিকতা ও ত্যাগ জাতিকে অনুপ্রাণিত করেছে। সেই চেতনায় ৭ দফা দাবির বাস্তবায়নে আমরা জাতীয় সমাবেশের আয়োজন করছি।”

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মধ্য দিয়ে তারা নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনকে বেগবান করবে।

Share

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ এবং ৫ আগস্ট দেশজুড়ে গণমিছিলের আয়োজন করা হবে।

এ ছাড়া ১ জুলাই থেকে ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পর্যন্ত চলবে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং সুধীজন-সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়।

১৬ জুলাই শহীদ আবু সাঈদ স্মরণে রংপুরে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হবে। ৬-৮ আগস্টের মধ্যে ঢাকাসহ বিভিন্ন স্থানে গণমত গঠনে সাংবাদিক, বুদ্ধিজীবী ও রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে মতবিনিময় হবে।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “শহীদ আবু সাঈদের সাহসিকতা ও ত্যাগ জাতিকে অনুপ্রাণিত করেছে। সেই চেতনায় ৭ দফা দাবির বাস্তবায়নে আমরা জাতীয় সমাবেশের আয়োজন করছি।”

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মধ্য দিয়ে তারা নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনকে বেগবান করবে।

Share