‘নতুন বাংলাদেশ দিবস’ পুনর্বিবেচনায় সরকার - Porikroma News
Connect with us

রাজনীতি

‘নতুন বাংলাদেশ দিবস’ পুনর্বিবেচনায় সরকার

Published

on

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, ‘নতুন বাংলাদেশ দিবস’সহ সদ্য ঘোষিত জাতীয় দিবসগুলোর বিষয়ে সরকার পুনর্বিবেচনা করছে।

শুক্রবার (২৭ জুন) রাতে গণমাধ্যমকে তিনি বলেন, “নানান আপত্তির পরিপ্রেক্ষিতে সরকার এখন দিবসসংক্রান্ত সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনার প্রক্রিয়ায় রয়েছে।”

উল্লেখ্য, গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’, ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি করা হয়।

তবে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ৮ আগস্ট নির্ধারণের সিদ্ধান্ত নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র শীর্ষ নেতাসহ অনেকেই আপত্তি জানান। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম ফেসবুক পোস্টের মাধ্যমে ৫ আগস্টকে প্রকৃত ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “নতুন বাংলাদেশ দিবস সেদিনই হবে, যেদিন জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হবে এবং মৌলিক সংস্কারের ভিত্তিতে ‘জুলাই সনদ’ গৃহীত হবে।”

এনসিপির একাধিক নেতার এমন বক্তব্যের পর সরকার দিবসগুলো পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ।

Share

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, ‘নতুন বাংলাদেশ দিবস’সহ সদ্য ঘোষিত জাতীয় দিবসগুলোর বিষয়ে সরকার পুনর্বিবেচনা করছে।

শুক্রবার (২৭ জুন) রাতে গণমাধ্যমকে তিনি বলেন, “নানান আপত্তির পরিপ্রেক্ষিতে সরকার এখন দিবসসংক্রান্ত সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনার প্রক্রিয়ায় রয়েছে।”

উল্লেখ্য, গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’, ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি করা হয়।

তবে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ৮ আগস্ট নির্ধারণের সিদ্ধান্ত নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র শীর্ষ নেতাসহ অনেকেই আপত্তি জানান। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম ফেসবুক পোস্টের মাধ্যমে ৫ আগস্টকে প্রকৃত ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “নতুন বাংলাদেশ দিবস সেদিনই হবে, যেদিন জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হবে এবং মৌলিক সংস্কারের ভিত্তিতে ‘জুলাই সনদ’ গৃহীত হবে।”

এনসিপির একাধিক নেতার এমন বক্তব্যের পর সরকার দিবসগুলো পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ।

Share