৪২ বছরেই না ফেরার দেশে ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালা - Porikroma News
Connect with us

দুর্ঘটনা

৪২ বছরেই না ফেরার দেশে ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালা

Published

on

৪২ বছরেই না ফেরার দেশে ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালা

গুজরাটের আহমেদাবাদের মেয়ে শেফালি জারিওয়ালা। জন্মস্থানে প্রাথমিক শিক্ষা শেষে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য পাড়ি দিয়েছিলেন মুম্বাই। ১৯ বছর বয়সে ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিও দিয়ে বলিউডে শোবিজ যাত্রা শুরু করেন। সেই গানই বদলে দিয়েছিল তার জীবন। এক লাফে পৌঁছে যান তারকাখ্যাতির শিখরে।

জনপ্রিয় ‘কাঁটা লাগা’ গানের পর ৩৫টিরও বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। যখন ক্যারিয়ার তুঙ্গে, ঠিক সেই সময়ে প্রেমে পড়েন ‘মিট ব্রাদার্স’-এর গায়ক হরমিত সিংয়ের সঙ্গে। ২০০৪ সালে বিয়ে করলেও সেই সংসার সুখের ছিল না।

শেফালি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘প্রথম বিয়ে আমায় মানসিকভাবে গুঁড়িয়ে দিয়েছিল।’ হরমিত শারীরিক নির্যাতন না করলেও মানসিক অত্যাচার করতেন। সহ্যের সীমা ছাড়ালে ২০০৯ সালে বিচ্ছেদে যান শেফালি।

তিনি বলেছিলেন, ‘ভাগ্যিস নিজে উপার্জন করতাম। তাই সিদ্ধান্ত নিতে পেরেছিলাম। অনেক নারীই উপার্জন না থাকায় অত্যাচার সহ্য করেন।’

সমাজের মানসিকতাকেও দায়ী করেছিলেন এই অভিনেত্রী। তার মতে, ‘বিবাহবিচ্ছিন্ন নারীকে সমাজ অন্য চোখে দেখে, যা অনেকের সাহস ভেঙে দেয়।’

পরে অভিনেতা পরাগ ত্যাগীকে বিয়ে করেন শেফালি। শোনা যায়, দ্বিতীয় দাম্পত্যজীবন সুখের ছিল।

কিন্তু বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় শেফালিকে। সেখানে পৌঁছে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমান এই গ্ল্যামার কুইন।

তার প্রয়াণে বলিউড ও বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

Share

গুজরাটের আহমেদাবাদের মেয়ে শেফালি জারিওয়ালা। জন্মস্থানে প্রাথমিক শিক্ষা শেষে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য পাড়ি দিয়েছিলেন মুম্বাই। ১৯ বছর বয়সে ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিও দিয়ে বলিউডে শোবিজ যাত্রা শুরু করেন। সেই গানই বদলে দিয়েছিল তার জীবন। এক লাফে পৌঁছে যান তারকাখ্যাতির শিখরে।

জনপ্রিয় ‘কাঁটা লাগা’ গানের পর ৩৫টিরও বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। যখন ক্যারিয়ার তুঙ্গে, ঠিক সেই সময়ে প্রেমে পড়েন ‘মিট ব্রাদার্স’-এর গায়ক হরমিত সিংয়ের সঙ্গে। ২০০৪ সালে বিয়ে করলেও সেই সংসার সুখের ছিল না।

শেফালি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘প্রথম বিয়ে আমায় মানসিকভাবে গুঁড়িয়ে দিয়েছিল।’ হরমিত শারীরিক নির্যাতন না করলেও মানসিক অত্যাচার করতেন। সহ্যের সীমা ছাড়ালে ২০০৯ সালে বিচ্ছেদে যান শেফালি।

তিনি বলেছিলেন, ‘ভাগ্যিস নিজে উপার্জন করতাম। তাই সিদ্ধান্ত নিতে পেরেছিলাম। অনেক নারীই উপার্জন না থাকায় অত্যাচার সহ্য করেন।’

সমাজের মানসিকতাকেও দায়ী করেছিলেন এই অভিনেত্রী। তার মতে, ‘বিবাহবিচ্ছিন্ন নারীকে সমাজ অন্য চোখে দেখে, যা অনেকের সাহস ভেঙে দেয়।’

পরে অভিনেতা পরাগ ত্যাগীকে বিয়ে করেন শেফালি। শোনা যায়, দ্বিতীয় দাম্পত্যজীবন সুখের ছিল।

কিন্তু বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় শেফালিকে। সেখানে পৌঁছে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমান এই গ্ল্যামার কুইন।

তার প্রয়াণে বলিউড ও বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

Share