বাংলাদেশ
ড. ইউনূসের জন্মদিনে প্রেস সচিবের সম্মান জানানো

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৮ জুন) প্রথম প্রহরে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বড় একটি আবেগঘন পোস্ট দিয়ে তিনি এই শুভেচ্ছা জানান।
পোস্টে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন স্যার। আপনার সঙ্গে কাজ করা আমার জীবনের এক বিরাট সম্মান।’
প্রেস সচিব তার পোস্টে আরও জানান, ২০২৪ সালের জানুয়ারিতে এক কঠিন সময়ের কথা। ড. ইউনূসের বিরুদ্ধে মামলা, কারাদণ্ড, বিচারিক পরিস্থিতি এবং তার নীরব সংগ্রামের কথা তুলে ধরেন তিনি।
শফিকুল আলম বলেন, “অধ্যাপক মুহাম্মদ ইউনূস আমাদের সময়ের এক বিরল দেশপ্রেমিক। তিনি নীরবে কষ্ট সহ্য করেন, দেশ ছাড়েননি। বরং দেশেই থেকে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। তার পাণ্ডিত্য ও সাধারণ মানুষের ভাষায় জটিল বিষয় ব্যাখ্যা করার ক্ষমতা সত্যিই অনন্য।”
প্রসঙ্গত, ২০০৬ সালের শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের জন্মদিন উপলক্ষে ইউনূস সেন্টারেও নানা কর্মসূচি হয়েছে।