অপরাধ
রাজশাহীতে ১০০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২৭ জুন) ভোরে গোপালহাটি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
গ্রেফতার হওয়া দুজন হলেন — সিলেটের জৈন্তাপুর থানার সেলিম মিয়া (২৮) এবং ময়মনসিংহের গফরগাঁও থানার ইয়াছিন (২৫)।
র্যাব-৫, রাজশাহী এর মিডিয়া উইং শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সেলিম ও ইয়াছিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।