অপরাধ
২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬১৬

সারা দেশে ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ১ হাজার ৬১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) পুলিশ সদর দপ্তরের পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, গত বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে ১ হাজার ৬০ জন এজাহারভুক্ত ও গ্রেপ্তারি পরোয়ানার আসামি এবং অন্যান্য ঘটনায় ৫৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলিও উদ্ধার করা হয়।
এর আগের ২৪ ঘণ্টায় (মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত) ১ হাজার ৮৩৩ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত এই অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।