ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে ১৯ মাসের শিশুর মৃত্যু - Porikroma News
Connect with us

বাংলাদেশ

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে ১৯ মাসের শিশুর মৃত্যু

Published

on

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে ১৯ মাসের শিশুর মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আদিবা নামের ১৯ মাস বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৮টার দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আদিবা ওই গ্রামের মুমিত মুনসীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি ঘরের ভেতর খেলছিল। পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর বাড়ির পাশের পুকুরে আদিবাকে পানিতে ভাসতে দেখা যায়।

তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা জাহান শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আদিবা নামের ১৯ মাস বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৮টার দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আদিবা ওই গ্রামের মুমিত মুনসীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি ঘরের ভেতর খেলছিল। পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর বাড়ির পাশের পুকুরে আদিবাকে পানিতে ভাসতে দেখা যায়।

তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা জাহান শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share