বাগেরহাটে ৪ বিদেশি পিস্তলসহ ১১ জন আটক - Porikroma News
Connect with us

অপরাধ

বাগেরহাটে ৪ বিদেশি পিস্তলসহ ১১ জন আটক

Published

on

বাগেরহাটে ৪ বিদেশি পিস্তলসহ ১১ জন আটক
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ অভিযানে ৪টি বিদেশি পিস্তল ও গুলিসহ ১১ জন দুষ্কৃতকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে একটি মাইক্রোবাস তল্লাশি করে তাদের আটক করা হয়।

মাইক্রোবাসটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে ৪টি ৭.৬২ চায়না পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটকরা হলেন কাউসার আলী (৪৩), মো. মেহেদী হাসান (২৩), আতাউর রহমান (৩০), মো. খোকন বিশ্বাস (৪৫), খোকন মিয়া (৩৫), আবুল হোসেন (৪৩), মো. ইমদাদুল হক (৩১), জনি মিয়া (২৭), সেলিম শাহ (৩৪), মাসুম পারভেজ (২২) ও প্রসেনজিৎ চন্দ্র দাশ (৩৫)। তাদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায়।

পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের ধারণা, এই দুষ্কৃতকারীরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে আসছিল।

বর্তমানে আটকরা বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

Share

বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ অভিযানে ৪টি বিদেশি পিস্তল ও গুলিসহ ১১ জন দুষ্কৃতকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে একটি মাইক্রোবাস তল্লাশি করে তাদের আটক করা হয়।

মাইক্রোবাসটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে ৪টি ৭.৬২ চায়না পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটকরা হলেন কাউসার আলী (৪৩), মো. মেহেদী হাসান (২৩), আতাউর রহমান (৩০), মো. খোকন বিশ্বাস (৪৫), খোকন মিয়া (৩৫), আবুল হোসেন (৪৩), মো. ইমদাদুল হক (৩১), জনি মিয়া (২৭), সেলিম শাহ (৩৪), মাসুম পারভেজ (২২) ও প্রসেনজিৎ চন্দ্র দাশ (৩৫)। তাদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায়।

পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের ধারণা, এই দুষ্কৃতকারীরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে আসছিল।

বর্তমানে আটকরা বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

Share