শান্তিনগরে বিশেষ অভিযানে ১৮ গুলি-চোরাই গাড়িসহ গ্রেপ্তার ১ - Porikroma News
Connect with us

অপরাধ

শান্তিনগরে বিশেষ অভিযানে ১৮ গুলি-চোরাই গাড়িসহ গ্রেপ্তার ১

Published

on

গুলি ও গাড়িসহ গ্রেপ্তার ফারুক আহম্মেদ খান (৬৩)ছবি: সংগৃহীত
গুলি ও গাড়িসহ গ্রেপ্তার ফারুক আহম্মেদ খান (৬৩)ছবি: সংগৃহীত

রাজধানীর শান্তিনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮টি গুলি, একটি রিভলবারের খোসা ও একটি চোরাই টয়োটা গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফারুক আহম্মেদ খান (৬৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ফারুক মিরপুর মডেল থানার একটি গাড়ি চুরির মামলার এজাহারভুক্ত আসামি। শান্তিনগরের প্যারাডাইস গিয়াস কুঞ্জ-২–এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগের কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ১৮টি গুলি ও একটি রিভলবারের গুলির খোসা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ফারুক এ অস্ত্র ও গুলির বিষয়ে কোনো সন্তোষজনক তথ্য দিতে পারেননি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ফারুকের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় গাড়ি চুরিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে অস্ত্র ও চোরাই গাড়ি উদ্ধারের ঘটনায় আরও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share

রাজধানীর শান্তিনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮টি গুলি, একটি রিভলবারের খোসা ও একটি চোরাই টয়োটা গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফারুক আহম্মেদ খান (৬৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ফারুক মিরপুর মডেল থানার একটি গাড়ি চুরির মামলার এজাহারভুক্ত আসামি। শান্তিনগরের প্যারাডাইস গিয়াস কুঞ্জ-২–এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগের কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ১৮টি গুলি ও একটি রিভলবারের গুলির খোসা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ফারুক এ অস্ত্র ও গুলির বিষয়ে কোনো সন্তোষজনক তথ্য দিতে পারেননি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ফারুকের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় গাড়ি চুরিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে অস্ত্র ও চোরাই গাড়ি উদ্ধারের ঘটনায় আরও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share