অপরাধ
অর্থপাচার মামলায় পাপিয়ার ৪ বছরের কারাদণ্ড

অর্থপাচার মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৫ মে) ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মঞ্জুরুল হোসেন এই রায় ঘোষণা করেন।
আজকের রায়ে পাপিয়ার স্বামী মফিজুর রহমান, সহযোগী সাব্বির খন্দকার, শেখ তায়িবা নূর এবং জুবায়ের আলম অভিযোগ থেকে খালাস পেয়েছেন। পাপিয়ার আইনজীবী শাখাওয়াত উল্লাহ ভূঁইয়া জানিয়েছেন, চার বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
২০২০ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে পাপিয়া ও তার স্বামীকে গ্রেফতার করা হয়। সে সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা, বিদেশি মুদ্রা, অস্ত্র ও মাদক জব্দ করা হয়। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পাপিয়াকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
পাপিয়ার গুলশানের বিলাসবহুল হোটেলে ‘অসামাজিক কার্যকলাপ’ থেকে কোটি কোটি টাকা আয়ের অভিযোগ ওঠে। গ্রেফতারের পর একের পর এক মামলা হয় তাদের বিরুদ্ধে। এই অর্থপাচার মামলায় বিচার শেষে ২৭ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপনের পর রোববার রায় ঘোষণা করা হয়।