অপরাধ
কাকচিড়ায় জেলে তালিকা থেকে নাম কর্তনের অভিযোগ

সরকার পরিবর্তনের পর বরগুনার পাথরঘাটা উপজেলার ৬ নং কাকচিড়া ইউনিয়নের প্রকৃত জেলেরা সরকারি বরাদ্দের চাল থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় জেলেরা জানায়, নতুন সরকারের আমলে বিএনপি-ঘনিষ্ঠ এক নেতার প্রভাবে প্রকৃত জেলেদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এতে সরকারি চালের সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন শত শত জেলে পরিবার।
ভুক্তভোগীরা জানান, আগে তারা নিয়মিত চাল পেতেন। এখন তালিকা থেকে নাম বাদ পড়ায় পরিবার চাল পাচ্ছে না। ফলে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
এনিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, প্রকৃত জেলেদের তালিকা সংশোধন করে তাদের চাল বরাদ্দ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে এ অনিয়মের তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানান তারা।