Connect with us

বাংলাদেশ

দেশে রাজনৈতিক ঐক্যের খোলসও ভেঙে পড়ছে – উমামা ফাতেমা

Published

on

উমামা ফাতেমা। ছবি : সংগৃহীত
উমামা ফাতেমা। ছবি : সংগৃহীত

দেশ কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। বৃহস্পতিবার (২৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে উমামা ফাতেমা বলেন, “দেশ কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নাই। এই ঐক্য ভেঙে গেছে গত সেপ্টেম্বর, অক্টোবরের দিকেই। খোলসটা ছিল একরকমভাবে। বর্তমানে খোলসটাও খুলে পড়ছে তাই অনেকে অবাক হচ্ছে।”

তিনি আরও বলেন, “সব পক্ষ যদি কিছুটা পরিপক্কতা দেখাতো, শহীদদের জীবনের কথা ভেবে কিছুটা ছাড় দিত, তাহলে অন্তত নির্বাচনের আগ পর্যন্ত দেশটা স্থিতিশীল থাকতো। কিন্তু দেশটা অস্থিতিশীল রাখার জন্য অনেক ধরনের শক্তি ভেতরে সক্রিয়। আর জুলাই মাসের দিকে সব লড়াকু শক্তিই ক্ষমতা প্রশ্নে অস্থির হয়ে পড়েছে। যেন গোটা দেশটাই একটা খেলামাত্র।”

উমামা রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্য ও টেবিলে ঐকমত্যের রাজনীতিকে গণতান্ত্রিক উত্তরণের পথ হিসেবে দেখছেন। তিনি বলেন, “হায়! এখন প্রতিটি শক্তিই পরস্পরকে বেইমান, গাদ্দার ভাবে। ড. ইউনূসের জন্য এখন হা-হুতাশ হাস্যকর লাগে। যখন ঐকমত্যের রাজনীতি দরকার ছিল, তখন ভাঙনের রাজনীতি হয়েছে। এখন এসে কান্নাকাটি অর্থহীন।”

Share

দেশ কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। বৃহস্পতিবার (২৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে উমামা ফাতেমা বলেন, “দেশ কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নাই। এই ঐক্য ভেঙে গেছে গত সেপ্টেম্বর, অক্টোবরের দিকেই। খোলসটা ছিল একরকমভাবে। বর্তমানে খোলসটাও খুলে পড়ছে তাই অনেকে অবাক হচ্ছে।”

তিনি আরও বলেন, “সব পক্ষ যদি কিছুটা পরিপক্কতা দেখাতো, শহীদদের জীবনের কথা ভেবে কিছুটা ছাড় দিত, তাহলে অন্তত নির্বাচনের আগ পর্যন্ত দেশটা স্থিতিশীল থাকতো। কিন্তু দেশটা অস্থিতিশীল রাখার জন্য অনেক ধরনের শক্তি ভেতরে সক্রিয়। আর জুলাই মাসের দিকে সব লড়াকু শক্তিই ক্ষমতা প্রশ্নে অস্থির হয়ে পড়েছে। যেন গোটা দেশটাই একটা খেলামাত্র।”

উমামা রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্য ও টেবিলে ঐকমত্যের রাজনীতিকে গণতান্ত্রিক উত্তরণের পথ হিসেবে দেখছেন। তিনি বলেন, “হায়! এখন প্রতিটি শক্তিই পরস্পরকে বেইমান, গাদ্দার ভাবে। ড. ইউনূসের জন্য এখন হা-হুতাশ হাস্যকর লাগে। যখন ঐকমত্যের রাজনীতি দরকার ছিল, তখন ভাঙনের রাজনীতি হয়েছে। এখন এসে কান্নাকাটি অর্থহীন।”

Share