বাংলাদেশ
বাস থেকে যাত্রীর পোষা বিড়াল ছানা ফেলে দিতে বাধ্য করলেন

বরগুনাগামী গ্রীণ ভিউ বাসের এক মর্মান্তিক ঘটনার জন্ম দিয়েছে কয়েকজন যাত্রী ও বাস কর্তৃপক্ষ। ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে এক যাত্রী তার পোষা বিড়াল ছানা নিয়ে উঠেছিলেন। তবে এক যাত্রী তার বিড়াল অপছন্দের কথা জানিয়ে প্রতিবাদ করেন। পরে সেই যাত্রীর সাথে যোগ দেয় আরও কয়েকজন ‘পরিচ্ছন্ন যাত্রী’।
তাদের দাবি, বাসে বিড়াল থাকা যাবে না। কথিত বাস কর্তৃপক্ষের নিয়মের কথা বলে, বিড়াল ছানাটিকে বাস থেকে নামিয়ে দিতে বাধ্য করা হয়।
রাত ১০টার দিকে এক যাত্রী এই ঘটনার ভিডিও পাঠান। ভিডিওতে দেখা যায়, বাস ড্রাইভার সোহেল ও অন্য যাত্রীদের চাপের মুখে পড়ে বিড়াল ছানাটি চলন্ত বাস থেকে নামিয়ে দিতে বাধ্য হন বিড়ালটির মালিক।
দুঃখজনকভাবে, বাস কতৃপক্ষ এই ঘটনায় কোনো মানবিকতা দেখায়নি। বরং বরগুনা বাসস্ট্যান্ডে নামার পর প্রতিবাদকারী যাত্রীদের জন্য ‘গুন্ডাপান্ড’ এনে রাখার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা বলছেন, একটি ছোট্ট প্রাণীকে এভাবে বাস থেকে নামিয়ে দেওয়া অমানবিক কাজ। কেউ যদি নিজের পোষা প্রাণী নিয়ে যাতায়াত করতে চায়, তার তো সেই অধিকার থাকা উচিত।
মানবাধিকার কর্মীরাও বলছেন, দুনিয়াটা এখন শক্তের ভক্ত আর নরমের যম। যখন যত্রতত্র মানুষ অশুভ কাজে লিপ্ত, তখন এমন একটি ঘটনাকে কেন্দ্র করে যে বিদ্বেষ আর অত্যাচার চালানো হলো — তা একদমই গ্রহণযোগ্য নয়।
ঘটনাটি নিয়ে বাস মালিক ও কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।