অপরাধ
রামপুরা খালে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, এলাকায় আতঙ্ক

ঢাকা, ২১ মে ২০২৫: রাজধানীর রামপুরা খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা রামপুরা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মরদেহটি আংশিক বিকৃত অবস্থায় ছিল। নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে কি না, সেটি নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খালের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পানিতে কিছু ভাসতে দেখে সন্দেহ হয়। পরে কাছে গিয়ে মরদেহ দেখতে পান তাঁরা। এ ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই এসে ভিড় করেন এবং পরিচয় জানার চেষ্টা করেন।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি হত্যা, আত্মহত্যা না দুর্ঘটনা—তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। খালের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের উদ্যোগও নেওয়া হয়েছে।
ওসি আরও জানান, “মরদেহের পরিচয় শনাক্তে আমরা আশপাশের থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও নিখোঁজ সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছি। পরিচয় পাওয়া গেলে স্বজনদের খবর দেওয়া হবে। পাশাপাশি, মৃত্যুর কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।”
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন বলেন, “এর আগে এমন ঘটনা এই এলাকায় ঘটেনি। সকালে মরদেহের খবর শুনে ভয় লেগেছে। দ্রুত এর সঠিক তদন্ত দাবি করছি।”
পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।