চ্যালেঞ্জের মধ্যেও রেমিট্যান্স-রপ্তানিতে সুদিন এসেছে: বাণিজ্য উপদেষ্টা - Porikroma News
Connect with us

জাতীয়

চ্যালেঞ্জের মধ্যেও রেমিট্যান্স-রপ্তানিতে সুদিন এসেছে: বাণিজ্য উপদেষ্টা

Published

on

নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দেশের অর্থনৈতিক খাতে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘চ্যালেঞ্জের মুখে পড়লেও দেশের রেমিট্যান্স ও রপ্তানিতে সুদিন এসেছে।’

মঙ্গলবার (২০ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশে প্রতিযোগিতা নীতি : সম্ভাবনা, প্রতিবন্ধকতা এবং এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ‘গত ১৫ বছরে সরকারি-বেসরকারি সব ক্ষেত্রেই দেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতার ধ্বংস করা হয়েছে। যার ফলে স্থানীয় শিল্প ও বাজার প্রতিযোগিতা বাধাগ্রস্ত হয়েছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘এরই ধারাবাহিকতায় দেশের বাজারে কিছু সুবিধাভোগী গোষ্ঠী (ক্রনিজ) তৈরি হয়েছে। তারা সম্পদের অসম বণ্টন ঘটিয়ে নতুন উদ্যোক্তাদের প্রবেশের পথ রুদ্ধ করছে।’

বাজার ব্যবস্থাপনায় সুশাসন ও সুষ্ঠু প্রতিযোগিতার আহ্বান জানিয়ে শেখ বশিরউদ্দীন বলেন, ‘বাজারে অসাধু যোগসাজশে ছোট প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিযোগীদের দমিয়ে রাখতে কম দামে পণ্য বিক্রি করে তাদের উঠিয়ে দেওয়া হচ্ছে। এই অনিয়ম রোধে প্রতিযোগিতা কমিশনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যারা ভোক্তাদের জিম্মি করে, ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে উপার্জন করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। ব্যবসায়ীদের দেশের প্রতি দায়িত্বশীল হয়ে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে।’

Share

নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দেশের অর্থনৈতিক খাতে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘চ্যালেঞ্জের মুখে পড়লেও দেশের রেমিট্যান্স ও রপ্তানিতে সুদিন এসেছে।’

মঙ্গলবার (২০ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশে প্রতিযোগিতা নীতি : সম্ভাবনা, প্রতিবন্ধকতা এবং এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ‘গত ১৫ বছরে সরকারি-বেসরকারি সব ক্ষেত্রেই দেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতার ধ্বংস করা হয়েছে। যার ফলে স্থানীয় শিল্প ও বাজার প্রতিযোগিতা বাধাগ্রস্ত হয়েছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘এরই ধারাবাহিকতায় দেশের বাজারে কিছু সুবিধাভোগী গোষ্ঠী (ক্রনিজ) তৈরি হয়েছে। তারা সম্পদের অসম বণ্টন ঘটিয়ে নতুন উদ্যোক্তাদের প্রবেশের পথ রুদ্ধ করছে।’

বাজার ব্যবস্থাপনায় সুশাসন ও সুষ্ঠু প্রতিযোগিতার আহ্বান জানিয়ে শেখ বশিরউদ্দীন বলেন, ‘বাজারে অসাধু যোগসাজশে ছোট প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিযোগীদের দমিয়ে রাখতে কম দামে পণ্য বিক্রি করে তাদের উঠিয়ে দেওয়া হচ্ছে। এই অনিয়ম রোধে প্রতিযোগিতা কমিশনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যারা ভোক্তাদের জিম্মি করে, ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে উপার্জন করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। ব্যবসায়ীদের দেশের প্রতি দায়িত্বশীল হয়ে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে।’

Share