রাতেই ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ভারি বৃষ্টির সতর্কতা - Porikroma News
Connect with us

আবহাওয়া

রাতেই ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ভারি বৃষ্টির সতর্কতা

Published

on

দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনায় সতর্ক সংকেত জারি

দেশের ১০টি জেলায় আজ রোববার (১৮ মে) রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রাত ১টা পর্যন্ত জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

ফলে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, আগামী ৭২ ঘণ্টায় দেশের তিনটি বিভাগ—রংপুর, ময়মনসিংহ এবং সিলেট—এ ভারি থেকে অতিভারি বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে ১৮ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় এসব এলাকায় ৪৪-৮৮ মিলিমিটার বা এর চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিও হতে পারে। একইসঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

Share

দেশের ১০টি জেলায় আজ রোববার (১৮ মে) রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রাত ১টা পর্যন্ত জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

ফলে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, আগামী ৭২ ঘণ্টায় দেশের তিনটি বিভাগ—রংপুর, ময়মনসিংহ এবং সিলেট—এ ভারি থেকে অতিভারি বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে ১৮ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় এসব এলাকায় ৪৪-৮৮ মিলিমিটার বা এর চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিও হতে পারে। একইসঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

Share