Connect with us

বাংলাদেশ

চাঁদপুরে ম্যানহোলে গ্যাস বিস্ফোরণ, আহত ৩ পথচারী

Published

on

ছবি : সংগৃহীত

চাঁদপুর শহরে সড়কের ম্যানহোলে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনায় তিনজন পথচারী আহত হয়েছেন। রোববার (১৮ মে) দুপুর ১টার দিকে শহরের জেএমসেনগুপ্ত সড়কে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন তন্বী আক্তার (৩৫), তাফসির হোসেন (১০) ও আব্দুর রাহিম (৮)। তারা সবাই দক্ষিণ গুণরাজদী এলাকার বাসিন্দা এবং দুর্ঘটনার সময় রাস্তায় হাঁটছিলেন।

চাঁদপুর জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, “সড়কের ওপর একটি ম্যানহোলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ম্যানহোল ও পাশের কিছু অংশ ভেঙে পড়ে এবং পাশে থাকা তিনজন পথচারী আহত হন।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ম্যানহোলে জমে থাকা মিথেন গ্যাস থেকেই এই বিস্ফোরণ ঘটে।

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল বলেন, “আহতদের মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। তবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা এখন আশঙ্কামুক্ত।”

উল্লেখ্য, বিস্ফোরণের শিকার ম্যানহোলটি পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বাসভবনের সামনে অবস্থিত। যদিও বর্তমানে ওই বাসায় কেউ থাকেন না।

Share

চাঁদপুর শহরে সড়কের ম্যানহোলে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনায় তিনজন পথচারী আহত হয়েছেন। রোববার (১৮ মে) দুপুর ১টার দিকে শহরের জেএমসেনগুপ্ত সড়কে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন তন্বী আক্তার (৩৫), তাফসির হোসেন (১০) ও আব্দুর রাহিম (৮)। তারা সবাই দক্ষিণ গুণরাজদী এলাকার বাসিন্দা এবং দুর্ঘটনার সময় রাস্তায় হাঁটছিলেন।

চাঁদপুর জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, “সড়কের ওপর একটি ম্যানহোলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ম্যানহোল ও পাশের কিছু অংশ ভেঙে পড়ে এবং পাশে থাকা তিনজন পথচারী আহত হন।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ম্যানহোলে জমে থাকা মিথেন গ্যাস থেকেই এই বিস্ফোরণ ঘটে।

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল বলেন, “আহতদের মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। তবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা এখন আশঙ্কামুক্ত।”

উল্লেখ্য, বিস্ফোরণের শিকার ম্যানহোলটি পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বাসভবনের সামনে অবস্থিত। যদিও বর্তমানে ওই বাসায় কেউ থাকেন না।

Share