বিনোদন
দেশ ছাড়ার চেষ্টায় বিমানবন্দরে নুসরাত ফারিয়া আটক

থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। আজ রবিবার (১৮ মে) দুপুরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানায় হস্তান্তর করে।
বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। মামলাটি সক্রিয় থাকায় তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “তার নামে ভাটারা থানায় একটি মামলা রয়েছে। সেই কারণে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় এবং পরবর্তীতে থানায় হস্তান্তর করা হয়।”
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে মুক্তি পাওয়া ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া। বাস্তবে শেখ হাসিনার দেশত্যাগের এক বছর পর সিনেমার পর্দার শেখ হাসিনাও পালানোর চেষ্টা করছিলেন, তবে তিনি পৌঁছাতে পারেননি গন্তব্যে।