বাংলাদেশ
‘বউ নিয়ে ঘুমাতে পারবেন না’ বিএনপি নেতাদের হুমকিতে বিতর্কে আ. লীগ চেয়ারম্যান

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল (এসকে রুবেল)। লন্ডন থেকে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, “যদি ইয়াং হয়ে থাকেন, বউ নিয়ে ঘুমাতে পারবেন না, বাবা-মা নিয়ে বাড়িতে থাকতে পারবেন না।”
গত শুক্রবার (১৬ মে) দেওয়া এই বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হলে গৌরীপুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তিনি বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে এবং “ডামি” প্রতিপক্ষরা সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকেও পরোক্ষভাবে হুমকি দেন তিনি।
জানা যায়, ২০২১ সালের ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়ী হন এসকে রুবেল। তবে এর পর থেকেই এলাকায় তার বিরুদ্ধে দাপট, দুর্নীতি এবং সন্ত্রাসী কার্যকলাপে জড়ানোর অভিযোগ উঠতে থাকে। ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে রুবেলসহ ১৫৪ জনের বিরুদ্ধে মামলা হয়। এরপর থেকেই তিনি পলাতক এবং বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
সম্প্রতি গৌরীপুরের এক সাংবাদিকের নাম উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিলে সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, তার চাচার গ্রেপ্তারে ওই সাংবাদিককে দায়ী করেই এমন পোস্ট দিয়েছেন তিনি।
গৌরীপুর থানার ওসি আব্দুল মালিক জানিয়েছেন, এসকে রুবেল লন্ডনে অবস্থান করছেন এবং ফেসবুক লাইভের বিষয়টি খতিয়ে দেখা হবে। পাশাপাশি যারা এই লাইভ শেয়ার বা মন্তব্য করেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানান তিনি।
স্থানীয়রা বলছেন, পলাতক অবস্থায় থেকেও ইউপি চেয়ারম্যানের এমন উসকানিমূলক বক্তব্য উদ্বেগজনক এবং প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।