বাংলাদেশ
সরকারের প্রতি আস্থা হারালে মহাসংকট: চট্টগ্রামে এবি পার্টির জনসভায়

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমতে থাকলে দেশ গভীর সংকটে পড়বে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি জাতিকে হতাশ করছে।
শুক্রবার (১৬ মে) বিকেল ৪টায় চট্টগ্রামের লালদিঘী ময়দানে এবি পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের সঙ্গে আন্দোলনে অংশগ্রহণকারী শক্তিগুলোর দূরত্ব বাড়ছে। সংস্কার ও নির্বাচনের প্রশ্নে বিভাজন তৈরি হয়েছে, দ্বন্দ্ব-বিদ্বেষ বেড়েছে।”
তিনি বলেন, “পরাজিত ফ্যাসিবাদীদের পক্ষে প্রতিবেশী ভারত নির্লজ্জ অবস্থান নিয়েছে, যা আমাদের জন্য গভীর উদ্বেগজনক। তাই সবাইকে হটকারিতা পরিহার করে ঐক্য সংহত করতে হবে।”
চট্টগ্রামের নানা সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন, বন্দর ও মানবিক করিডোর উন্নয়নসহ নাগরিক স্বার্থে সকলের ঐকমত্য প্রয়োজন।
বিশেষ অতিথি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “এবি পার্টির নতুন প্রজন্মের রাজনীতি হলো জনগণের সমস্যা সমাধানের রাজনীতি। উন্নয়নের নামে লুটপাট বন্ধ করতে হবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে স্বচ্ছভাবে পরিচালনা করতে হবে যাতে জনগণের অর্থ অপচয় না হয়।”
তিনি আরও বলেন, “সেন্টমার্টিনের পরিবেশ রক্ষা করতে গিয়ে স্থানীয়দের জীবিকা ধ্বংস করা হয়েছে। আধুনিক মৎস্য শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, পর্যটন খাত গড়ে তুলে কর্মসংস্থান বাড়াতে হবে।”
জনসভায় সভাপতিত্ব করেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক। সঞ্চালনা করেন নগর যুব পার্টির আহ্বায়ক আব্দুর রহমান মনির।
সভায় আরও বক্তব্য রাখেন—লে. কর্নেল মো. দিদারুল আলম (অব.), লে. কর্নেল হেলাল উদ্দীন (অব.), ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, অ্যাডভোকেট সৈয়দ আবুল কাশেম, আশরাফ মাহমুদ রুমেলসহ কেন্দ্র ও মহানগর নেতারা।