বাংলাদেশ
ইশরাককে দায়িত্ব দিতে লংমার্চ: সচিবালয়ের উদ্দেশে ঢাকাবাসীর প্রতিবাদ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আগামীকাল শনিবার (১৭ মে) ‘সচিবালয় অভিমুখে লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কর্মসূচি আয়োজন করছে ঢাকাবাসীর পক্ষে সাধারণ নাগরিকরা। এর আগে বৃহস্পতিবার (১৫ মে) দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
ঘোষণায় বলা হয়, “নগর ভবন টু সচিবালয় অভিমুখে লংমার্চ—এই কর্মসূচির মাধ্যমে দক্ষিণ সিটির সাধারণ ভোটাররা তাঁদের রায়ের বাস্তবায়ন দাবি করবেন।”
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে হারান। তবে গেল ২৭ মার্চ একটি ট্রাইব্যুনাল রায়ে তাপসের জয় বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের কাছে গেজেট প্রকাশের বিষয়ে পরামর্শ চায়।
ইশরাক হোসেনের সমর্থকেরা মনে করছেন, আদালতের রায়ের আলোকে তাকে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেওয়া উচিত। এ দাবিতে তারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।