Connect with us

বাংলাদেশ

করিডরের নামে খাল কেটে কুমির আনা হচ্ছে: নূর

Published

on

গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর বলেছেন, আন্তর্জাতিক করিডরের নামে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিয়ে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হচ্ছে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় নরসিংদী পৌর ঈদগাহ মাঠে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

নূর বলেন, “বাংলাদেশে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বন্দর হচ্ছে চট্টগ্রাম। করিডরের নামে খাল কেটে কুমির আনা হচ্ছে। মিয়ানমারে সহযোগিতা দিতে গিয়ে দেশের ভূ-রাজনৈতিক স্বার্থকে উপেক্ষা করা হচ্ছে।” তিনি সরকারকে করিডর ও বন্দর হস্তান্তর থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি আরও অভিযোগ করেন, “৭১-এর মুক্তিযুদ্ধকে যেভাবে আওয়ামী লীগ রাজনৈতিক ধান্ধাবাজির দোকানে রূপান্তর করেছিল, ঠিক তেমনি আজকের জুলাই গণঅভ্যুত্থানকেও কিছু গোষ্ঠী নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়।”

নূর স্পষ্ট করে বলেন, “জুলাই কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি না, এটা দেশের সব শ্রেণিপেশার মানুষের আন্দোলনের ফসল। একে পুঁজি করে কেউ রাজনৈতিক দোকান খুলতে চাইলে তা প্রতিহত করতে হবে।”

তিনি দেশের সব মানুষকে সমান অধিকারের আওতায় আনার কথা তুলে ধরে বলেন, “স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ঐক্য গড়ে তুলতে হবে।”

Share

গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর বলেছেন, আন্তর্জাতিক করিডরের নামে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিয়ে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হচ্ছে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় নরসিংদী পৌর ঈদগাহ মাঠে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

নূর বলেন, “বাংলাদেশে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বন্দর হচ্ছে চট্টগ্রাম। করিডরের নামে খাল কেটে কুমির আনা হচ্ছে। মিয়ানমারে সহযোগিতা দিতে গিয়ে দেশের ভূ-রাজনৈতিক স্বার্থকে উপেক্ষা করা হচ্ছে।” তিনি সরকারকে করিডর ও বন্দর হস্তান্তর থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি আরও অভিযোগ করেন, “৭১-এর মুক্তিযুদ্ধকে যেভাবে আওয়ামী লীগ রাজনৈতিক ধান্ধাবাজির দোকানে রূপান্তর করেছিল, ঠিক তেমনি আজকের জুলাই গণঅভ্যুত্থানকেও কিছু গোষ্ঠী নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়।”

নূর স্পষ্ট করে বলেন, “জুলাই কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি না, এটা দেশের সব শ্রেণিপেশার মানুষের আন্দোলনের ফসল। একে পুঁজি করে কেউ রাজনৈতিক দোকান খুলতে চাইলে তা প্রতিহত করতে হবে।”

তিনি দেশের সব মানুষকে সমান অধিকারের আওতায় আনার কথা তুলে ধরে বলেন, “স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ঐক্য গড়ে তুলতে হবে।”

Share