উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত - Porikroma News
Connect with us

বাংলাদেশ

উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত

Published

on

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ । ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের বোতল নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম সমস্যা সমাধানে গিয়েছিলেন—তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বুধবার (১৪ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লেখেন, “আপনাদের দাবি শুনতেই মাহফুজ আলম সেখানে গিয়েছিলেন। কিন্তু এমন উগ্র আচরণ গণতান্ত্রিক আন্দোলনের গ্রহণযোগ্যতা নষ্ট করে।” তিনি আন্দোলনের নেতাদের প্রকাশ্যে দুঃখপ্রকাশের আহ্বান জানান এবং ভবিষ্যতে এমন আচরণ না করার নিশ্চয়তা দিতে বলেন।

এদিকে, আন্দোলনের পেছনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “ছাত্র উপদেষ্টাদের সামনে ঠেলে দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে।”

উল্লেখ্য, মাহফুজ আলম শিক্ষার্থীদের দাবির বিষয়ে কথা বলতে গেলে, তাকে লক্ষ্য করে পানির বোতল ছোঁড়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি কথা না বলে স্থান ত্যাগ করেন।

Share

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের বোতল নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম সমস্যা সমাধানে গিয়েছিলেন—তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বুধবার (১৪ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লেখেন, “আপনাদের দাবি শুনতেই মাহফুজ আলম সেখানে গিয়েছিলেন। কিন্তু এমন উগ্র আচরণ গণতান্ত্রিক আন্দোলনের গ্রহণযোগ্যতা নষ্ট করে।” তিনি আন্দোলনের নেতাদের প্রকাশ্যে দুঃখপ্রকাশের আহ্বান জানান এবং ভবিষ্যতে এমন আচরণ না করার নিশ্চয়তা দিতে বলেন।

এদিকে, আন্দোলনের পেছনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “ছাত্র উপদেষ্টাদের সামনে ঠেলে দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে।”

উল্লেখ্য, মাহফুজ আলম শিক্ষার্থীদের দাবির বিষয়ে কথা বলতে গেলে, তাকে লক্ষ্য করে পানির বোতল ছোঁড়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি কথা না বলে স্থান ত্যাগ করেন।

Share