জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানে নিহত ১ - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানে নিহত ১

Published

on

দক্ষিণ কাশ্মীরে বর্তমানে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে।
দক্ষিণ কাশ্মীরে বর্তমানে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে।

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরা উপজেলার ত্রাল তহসিলের নাদের গ্রামে ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে একজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

সরকারি সূত্রের বরাতে গ্রেটার কাশ্মীর জানায়, তীব্র গোলাগুলির মধ্য দিয়ে শুরু হয় সংঘর্ষ। এ সময় একজন সন্দেহভাজন ‘সন্ত্রাসী’ নিহত হয়। এনডিটিভি জানায়, এখনও এলাকায় তল্লাশি অভিযান চলছে এবং আরও দুই সন্ত্রাসী সেখানে আটকে আছে বলে ধারণা করছে ভারতীয় বাহিনী।

দক্ষিণ কাশ্মীরজুড়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে বলে জানানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার (১৩ মে) শোপিয়ানে একই ধরনের সংঘর্ষে তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছিল। সংঘর্ষটি প্রথমে কুলগাম থেকে শুরু হয়ে পরে শোপিয়ানের বনাঞ্চলে গড়ায়।

উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। ওই ঘটনার পর থেকেই উত্তেজনা চরমে পৌঁছে। উত্তেজনার জেরে গত ৭ মে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের পাঞ্জাব ও পাক-অধিকৃত কাশ্মীরে (পিওকে) বিমান হামলা চালানো হয়—যার নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’।

পাল্টা প্রতিক্রিয়ায় শুরু হয় চতুর্দিক থেকে হামলা ও পাল্টা হামলা। অবশেষে ১০ মে সন্ধ্যা ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও যুদ্ধবিরতির পরও রাজনৈতিক ও কূটনৈতিকভাবে উত্তেজনা অব্যাহত রয়েছে।

Share

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরা উপজেলার ত্রাল তহসিলের নাদের গ্রামে ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে একজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

সরকারি সূত্রের বরাতে গ্রেটার কাশ্মীর জানায়, তীব্র গোলাগুলির মধ্য দিয়ে শুরু হয় সংঘর্ষ। এ সময় একজন সন্দেহভাজন ‘সন্ত্রাসী’ নিহত হয়। এনডিটিভি জানায়, এখনও এলাকায় তল্লাশি অভিযান চলছে এবং আরও দুই সন্ত্রাসী সেখানে আটকে আছে বলে ধারণা করছে ভারতীয় বাহিনী।

দক্ষিণ কাশ্মীরজুড়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে বলে জানানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার (১৩ মে) শোপিয়ানে একই ধরনের সংঘর্ষে তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছিল। সংঘর্ষটি প্রথমে কুলগাম থেকে শুরু হয়ে পরে শোপিয়ানের বনাঞ্চলে গড়ায়।

উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। ওই ঘটনার পর থেকেই উত্তেজনা চরমে পৌঁছে। উত্তেজনার জেরে গত ৭ মে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের পাঞ্জাব ও পাক-অধিকৃত কাশ্মীরে (পিওকে) বিমান হামলা চালানো হয়—যার নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’।

পাল্টা প্রতিক্রিয়ায় শুরু হয় চতুর্দিক থেকে হামলা ও পাল্টা হামলা। অবশেষে ১০ মে সন্ধ্যা ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও যুদ্ধবিরতির পরও রাজনৈতিক ও কূটনৈতিকভাবে উত্তেজনা অব্যাহত রয়েছে।

Share